• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ভাঙ্গুড়ায় পিতার সঙ্গে মাছ শিকারে গিয়ে লাশ হয়ে ফিরল ছেলে

      নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) : 28 November 2023 , 4:22:13

    প্রতীকী ছবি

    পাবনার ভাঙ্গুড়ায় পিতার সঙ্গে বাউত উৎসবে মাছ শিকার করতে গিয়ে রতন আলী (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার রহুলবিলে এ ঘটনা ঘটে। নিহত রতন আলী উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মল্লিকচক পূর্বপাড়া গ্রামের হোসেন প্রামানিকের ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো আজ মঙ্গলবার উপজেলার রহুল বিলে মাছ ধরার বাউত উৎসব শুরু হয়। এতে বিভিন্ন এলাকা থেকে জাল,পলো,বাদাইসহ নানা উপকরণ নিয়ে মাছ ধরতে নামেন শত শত সৌখিন মৎস্য শিকারী। খবর পেয়ে সেখানে পলো নিয়ে মাছ ধরতে যান রতন ও তার পিতা হোসেন আলী। সকালে সবার সঙ্গে পানিতে নেমে পলো দিয়ে মাছ শিকার করতে নামেন তারা। পানিতে পলো দিয়ে মাছ শিকার করা অবস্থায় হঠাৎ পানির মধ্যে লুটিয়ে পড়েন ছেলে রতন। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মন্ডতোষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফসার আলী মাস্টার ঘটনা নিশ্চিত করে বলেন, তারা পিতাপুত্র রহুল বিলে পলো দিয়ে মাছ শিকার করতে গিয়েছিলেন। এসময় ওই যুবক অসুস্থ হয়ে পড়ে মারা যান।