ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব প্রার্থীদের ; পাবনায় ইসি রাশেদা
সবুজ আলো ডেস্ক
22 December 2023 , 9:20:54
দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার সকল সক্ষমতা নির্বাচন কমিশনের আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে পাবনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ইসি রাশেদা সুলতানা বলেন, ‘ভোট কেন্দ্রে ভোটার নিয়ে আসার দায়িত্ব প্রার্থীদের। পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে সংশ্লিষ্টরা কোন অনিয়ম করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে কমিশন।’
বর্তমান কমিশনের অধীনে প্রতিটি নির্বাচনি অনিয়মের অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের অভিযোগ তদন্ত করে সতর্ক করা হচ্ছে। আচরণ বিধি লঙ্ঘন হলে সামনের দিনগুলোতে কমিশন আরো কঠোর হবে বলেও জানান তিনি।
নির্বাচনে গণমাধ্যমকর্মীদের হুমকি বা সংবাদ সংগ্রহে বাধা দিলে তা অপরাধ গণ্য করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান রাশেদা সুলতানা।
এর আগে মতবিনিময় সভায় পাবনার ৫টি আসনের মধ্যে পাবনা ১, ৩ ও ৪ আসনের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনি প্রচারণায় বাধা দেয়ার বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
অভিযোগের উত্তরে প্রার্থীদের আশ্বস্ত করে কমিশনার রাশেদা সুলতানা বলেন, ক্ষমতা প্রদর্শন করে না। মোটরসাইকেল মহড়ায় ভয়ভীতি না দেখিয়ে ভোটারদের মন জয় করতে প্রার্থীদের পরামর্শ দেন।
নির্বাচনে অবস্থান ধরে রাখতে প্রার্থীদের সহযোগিতার আশ্বাস দিয়ে রাশেদা সুলতানা বলেন, আপনারা শক্ত এজেন্ট দেবেন। যারা আপনাদের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় থাকবে। নির্বাচনী বিধি বিধান সম্পর্কে ধারণা আছে এমন এজেন্ট দিতেও তিনি প্রার্থীদের পরামর্শ দেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজশাহী) জসিম উদ্দিন হায়দার, উপ মহাপুলিশ পরিদর্শক (রাজশাহী) আনিসুর রহমান, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা রিটার্নিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি উপস্থিত ছিলেন।