সিংড়ায় ডাকাতির সময় পল্লী বিদ্যুতের পরিচালকসহ গ্রেপ্তার ৩
নিউজ ডেস্ক
23 May 2023 , 8:16:46
ছবি : সংগৃহীত
নাটোরের সিংড়ায় ডাকাতির সময় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এক এলাকা পরিচালকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বালুভরা ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (২৩ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিংড়া পৌরসভার বালুভরা এলাকার নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এলাকার পরিচালক-২ ইশতিয়াক আহমেদ রিজভী (২৮), একই বাঁধন হোসেন (২০) ও ফারুক হোসেন (১৯)।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের বালুভরা ফুলতলা পাকা রাস্তার ওপর কয়েকজন দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্যে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি কাঠের লাঠি ও একটি শাবল জব্দ করা হয়। রাতেই সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির একটি মামলা করেন। পরে আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মিজানুর রহমান।