• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    অবশেষে দেশের ৪১ প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা ‘পাঠান’

      নিউজ ডেস্ক 12 May 2023 , 7:54:40

    ‘পাঠান’ রূপে শাহরুখ খান

    নানান জল্পনা-কল্পনা, দ্বিধা-সংশয় আর পক্ষ-বিপক্ষের আলোচনার ঝড় পেরিয়ে অবশেষে দেশের প্রেক্ষাগৃহে ঢুকে পড়লো হিন্দি সিনেমা। আজ শুক্রবার (১২ মে) মুক্তি পেলো শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। দেশের ৪১টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি।

    বিষয়টি নিশ্চিত করেছেন ‘পাঠান’র আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন। তিনি জানালেন, দেশের সব মাল্টিপ্লেক্স ও উন্নতমানের কিছু সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে মোট ৪১টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে। এগুলোতে প্রতিদিন ‘পাঠান’র ২০৬টি শো প্রদর্শিত হবে।

    গত ২৫ জানুয়ারি ভারত ও বিশ্বের শতাধিক দেশে একযোগে মুক্তি পায় ‘পাঠান’। এরপর ছবিটি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে। ফলে অনেকেই এটি দেখে ফেলেছেন। এরপরও দেশের দর্শকের মাঝে ‘পাঠান’ ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে। স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় প্রথম দুই দিনের সব শো ইতোমধ্যে প্রায় হাউজফুল হয়ে গেছে! অন্যান্য মাল্টিপ্লেক্সেও চিত্রটা প্রায় এমনই। তবে সিঙ্গেল স্ক্রিনের অবস্থা বোঝা যাবে দু-একদিন পর।

    উল্লেখ্য, ‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খানের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ভিলেন চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। আর বিশেষ চমক হিসেবে আছেন সালমান খান। ছবিটি বিশ্বব্যাপী ১ হাজার ৫০ কোটি রুপি আয় করেছে।