• Uncategorized

    আটঘরিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর সমাপনী-পুরস্কার বিতরণ

      মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : 22 April 2024 , 10:21:25

    “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগান নিয়ে পাবনার আটঘরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা অডিটোরিয়াম আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম।

    এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার আকলিমা খাতুন, মৎস্য অফিসার শরিফুল ইসলাম। উক্ত প্রর্দশনীতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

    গরু/মহিষ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন দেবোত্তর এলাকার সিমা খাতুন, ২য় হয়েছেন সিংহরিয়া গ্রামের রেজাউল করিম, ৩য় হয়েছেন সিংহরিয়া গ্রামের আজিজুল হক।

    ছাগল/ভেড়া ক্যাটাগরিতে প্রথম হয়েছেন কৈজুরি গ্রামের আমিন প্রামানিক, দ্বিতীয় হয়েছেন কৈজুরি গ্রামের সাইদুল ইসলাম, তৃতীয় হয়েছেন রাধাকান্তপুরের শহিদুল ইসলাম ও দেবোত্তর গ্রামের সোহানুর রহমান।

    হাঁস/মুরগি ক্যাটাগরিতে প্রথম হয়েছেন শরীফ কায়েস মাহমুদ চৌধুরী, দ্বিতীয় হয়েছেন সঞ্জয়পুর গ্রামের শরিফা, তৃতীয় হয়েছেন কুষ্টিয়া পাড়া গ্রামের শামীম হোসেন।

    সৌখিন পাখি ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ডেঙ্গাগ্রাম গ্রামের সোহানুর রহমান, দ্বিতীয় হয়েছেন সিংহরিয়া গ্রামের নাফিজ ইমতিয়াজ, তৃতীয় হয়েছেন দেবোত্তর এলাকার রাকিবুল ইসলাম।

    প্রযুক্তি ক্যাটাগরিতে প্রথম হয়েছেন দেবোত্তর এলাকার মাহবুব আলম, দ্বিতীয় হয়েছেন আটঘরিয়া এলাকার সবুজ বাংলা রিনিউ এ্যাবল এনার্জি লিঃ, তৃতীয় হয়েছেন এসিআই এনিমেল জেনেট্রিকস, বিশেষ পুরস্কার পেয়েছেন নাগদহ গ্রামের ফজজুল হক।