আন্তর্জাতিক

কলকাতা বিমানবন্দরে আগুন

  নিউজ ডেস্ক ১৫ জুন ২০২৩ , ৭:২৯:৩৪

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জুন) রাত ৯টা ২০ মিনিটে বিমানবন্দরের সিকিউরিটি চেকিংয়ের স্থানে এই আগুন লাগে।

প্রাথমিকভাবে জানা গেছে, বিমানবন্দরের ৩সি এক্সিট গেটের কাছে আগুন লাগে। পরে মুহূর্তেই তা ছড়িয়ে পড়লে অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে বিমানবন্দরের সদস্যরা ছুটে আসেন। পাশাপাশি বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং সিস্টেম থেকে পানি ছিটানো হয়। সেই সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস বিভাগকেও।

ভারতীয় গণমাধ্যম জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ৮টি গাড়ি। পরে আগুন নেভানোর কাজ শুরু হয়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও কিছু কিছু জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

যে স্থানে অগ্নিকাণ্ড হয়েছে ওই এলাকা ঘিরে রাখে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের সদস্যরা।

বিমানবন্দর সূত্রে খবর, যাত্রীদের বাইরে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তারা সকলেই নিরাপদে আছেন।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে আহত বা নিহতের খবর নেই।