প্রচ্ছদ » খেলাধুলা » চাটমোহরে ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল, সংগ্রাম পাবনা চ্যাম্পিয়ন
চাটমোহরে ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল, সংগ্রাম পাবনা চ্যাম্পিয়ন
সবুজ আলো ডেস্ক
২৬ মে ২০২৩ , ১০:৫৩:৩৩
ছবি : সংগৃহীত
পাবনার চাটমোহরে অনুষ্ঠিত ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।ফাইনাল খেলায় ‘সংগ্রাম পাবনা’ ৬ উইকেটে ‘ক্লেমন ক্রিকেট একাডেমি’ রাজশাহীকে পরাজিত করে।
শুক্রবার (২৬ মে) সকালে চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে (বালুচর মাঠ) অনুষ্ঠিত ফাইনাল খেলায় টসে জিতে ক্লেমন রাজশাহী প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে. সব উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। জবাবে ১৫.২ ওভারে ৪ উইকেটে সংগ্রাম পাবনা ৯৭ রান সংগ্রহ করে।
মিশুক ক্রীড়া চক্র আয়োজিত উক্ত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহরের সন্তান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর পৌরসভার মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো।
মিশুক ক্রীড়া চক্রের সভাপতি আবুল কালাম আজাদ বাবলু এর সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু ওবাইদা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন।
এসময় চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, পৌর কাউন্সিলর মাহতাব হোসেন, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, অধ্যক্ষ এম এ মতিন, মিশুক ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কাজল, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, ক্রিকেট টুর্ণামেন্টের আহবায়ক সৌমিত্র কর্মকার সিল্টু, কলেজ শিক্ষক মোতাহার আলীসহ মিশুক ক্রীড়া চক্রের সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, গত ১২ মে ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।টুর্নামেন্টে বিভিন্ন জেলার মোট ৮টি দল অংশগ্রহণ করে।