Uncategorized

তাড়াশ হাসপাতালে আট লক্ষাধিক টাকার ওষুধ গায়েব : তদন্তে দুদক

  আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) 22 February 2023 , 2:12:54

সিরাজগঞ্জের তাড়াশে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর থেকে আট লক্ষাধিক টাকার ওষুধ গায়েবের তদন্তে নেমেছ দুর্নীতি দমন কমিশন (দুদক)।বিষয়টি নিশ্চিত করে দুদকের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল জানান, সোমবার (২০ফেব্রুয়ারি) তাড়াশ হাসপাতালে তদন্তে কাজ করেন দুদকের সমন্বিত জেলা (পাবনা) কার্যালয়ের একটি দল।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, ‘ওষুধ গায়েব হওয়াতে গত ২৯ ডিসেম্বর ডেপুটি সিভিল সার্জন মোস্তফা মঈনউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত প্রতিবেদন গত মাসে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।’

তাড়াশ হাসপাতালের স্টোর কিপার শাহাদত হোসেন দাবি করে বলেন, ‘ওষুধ হাসপাতালের স্টোরেই রয়েছে। এতে আমার কোন সমস্যা নেই।’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা (পাবনা) কার্যালয়ের উপ-পরিচালক মো. খায়রুল কবীর বলেন, ‘উপজেলা স্বাস্থ্য ও প. প.কর্মকর্তা ডা. মো. মনোয়ার হোসেন, স্টোর কিপার শাহাদত হোসেনকে তদন্তের মুখোমুখি করা হয়েছে। তদন্তের স্বার্থে ওষুধ সরবরাহকারী এ এ এন্টারপ্রাইজ ও আমেনা ট্রেডার্স নামে ২টি ওষুধ কোম্পানির প্রতিনিধির সাথেও কথা হয়েছে।’