• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    নাটোরে ট্রাক চাপায় মসজিদের ইমাম নিহত

      সবুজ আলো ডেস্ক 25 January 2024 , 8:45:27

    নাটোরে নামাজ শেষে ফেরার পথে ট্রাক চাপায় নজির উদ্দিন সরদার (৬২) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পশ্চিম বাইপাস এলাকার একডালা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত নজির উদ্দিন সরকার নাটোর শহরের নেংগুড়িয়া এলাকার মৃত আবুল কাশেম এর ছেলে। তিনি নেংগুড়িয়া জামে মসজিদের ইমাম ছিলেন।

    ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এন এম মাসুদ গণমাধ্যমে জানান, সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে রাস্তা পার হচ্ছিলেন নজির উদ্দিন সরকার। এ সময় নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করা গেলেও এর চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।