Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
আটঘরিয়ায় বিষপানে গৃহবধুর আত্মহত্যা
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি :
17 June 2023 , 8:56:35
প্রতীকী ছবি
পাবনার আটঘরিয়ায় জহুরা খাতুন (৩০) নামে এক গৃহবধু বিষপানে আত্নহত্যা করেছে।
শনিবার (১৭ জুন) বেলা আড়াইটার দিকে পৌরসভার বরুরিয়া পূর্বপাড়া গ্রামে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিল রেজাউল করিম রেজা। নিহত জহুরা খাতুন রইচ উদ্দিনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন সকালে পারিবারিক কলহের জেরে সবার অজান্তে বিষপান করে ঐ গৃহবধু। পরে পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।