আটঘরিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) :
17 March 2024 , 5:30:31
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
পাবনার আটঘরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আটঘরিয়া পৌরসভা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অনেকে।
পরে উপজেলা সম্মেলন কক্ষে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাহারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাদিউল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, কৃষি অফিসার সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা জেসমিন আক্তার, প্রাণি সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান আলী প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা প: প: কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, মাহতাব উদ্দিন, বেলাল হোসেন খান, ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা শেখ জাকিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর জিএম আশরাফ আলী সহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।