Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
কয়েকটি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন
নিউজ ডেস্ক
30 May 2023 , 11:01:32
ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কয়েকটি আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে। আগামী সপ্তাহে গেজেট প্রকাশ করা হবে।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।
তিনি বলেন, অধিকাংশ আবেদনকারী জনসংখ্যার অনুপাতে সীমানা পরিবর্তন চেয়েছেন। তবে এভাবে সীমানা নির্ধারণ করতে গেলে ঢাকাতে আরও দশটা আসন বাড়াতে হবে। তাই আমরা প্রশাসনিক সুবিধা-অসুবিধার কথা বিবেচনায় রেখে অল্প কয়েকটি আসনের সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। কোনো ইউনিয়ন ভাগ হয়নি, তবে উপজেলা ভাগ হয়েছে।
তিনি আরও বলেন, আমরা সীমানা পুনর্নির্ধারণের তালিকা গেজেট করার জন্য ইতোমধ্যে সচিবালয়ে পাঠিয়েছি। সচিবালয় থেকে বিজি প্রেসে পাঠানো হবে। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশ করা হবে।
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য গত ২৬ ফেব্রুয়ারি খসড়া তালিকা প্রকাশ করে ইসি। সে সময় গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১৯ মার্চের মধ্যে আপত্তি থাকলে উত্থাপন করতে হবে। এতে ৩৮টি আসনে মোট ১৮৬টি দাবি-আপত্তির আবেদন জমা পড়ে। পরে ৩ থেকে ১৪ মে পর্যন্ত চারটি পৃথক দিনে আবেদনগুলোর শুনানি করে নির্বাচন কমিশন। এতে ‘অল্প’ কয়েকটি আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।