• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ক্লাব বিশ্বকাপ আয়োজনের ঘোষণা ফিফা প্রধানের

      নিউজ ডেস্ক 16 December 2022 , 11:40:39

    ৩২টি দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়েছেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৫ সাল থেকে টুর্নামেন্টটি চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি।

    ইউরোপের আটটি দলসহ ২৪ ক্লাবের ইভেন্টটি ২০২১ সালে চীনে শুরুর কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সেটি স্থগিত করা হয়।

    ফিফা প্রধান শুক্রবার বলেন,‘ কয়েক বছর আগে ২৪টি ক্লাব নিয়ে পুরুষদের ক্লাব বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আমরা একমত হয়েছিলাম। ২০২১ সালে এটি শুরু  হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে সেটি স্থগিত হয়ে যায়। ২০২৫ সাল থেকে ৩২টি দল নিয়ে আয়োজন করা হবে নতুন চেহারার ক্লাব বিশ্বকাপ। যেটিকে সত্যিকারের বিশ্বকাপের আমেজ দেয়া হবে।’