পাবনা

চাটমোহরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  সবুজ আলো ডেস্ক ১৮ জুন ২০২৪ , ৪:০৮:৫৯

পাবনার চাটমোহরে নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের সেনগ্রামের (মহাজের পাড়া) বাড়ির পাশের গুমানী নদীতে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল (৩) ওই গ্রামের মো. সাজেদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের গুমানী নদীতে পিকনিকের নৌকা দেখতে যায় আশরাফুল। এ সময় সে নদীতে পড়ে যায়। বেশ কিছু সময় পর স্থানীয় লোকজন তাকে নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।