Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
তাড়াশের মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষনা
আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) :
31 May 2023 , 1:37:34
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদে সুশাসন প্রতিষ্ঠা, কার্যকর ও শক্তিশালী স্থানীয় সরকার বাস্তবায়ন এবং জবাবদিহীতা নিশ্চিত করার লক্ষে ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দোবিলা পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান প্রভাষক মো: মেহেদী হাসান ম্যাগনেটের সভাপতিত্বে ইউপি সচিব শরিফুল ইসলাম উম্মুক্ত বাজেট ঘোষনা করেন।
বাজেট সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের সম্ভাব্য আয় ধরা হয়েছে ১কোটি ৮২লক্ষ ৭হাজার ৩শত ৬৬টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১কোটি ৮১লক্ষ ২৩হাজার ৯শত ৮০টাকা। উদ্বৃদ্ধ রয়েছে ৮৩হাজার ৩৮৬ টাকা।
বাজেট সভায় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সোলায়মান আলী, ইউপি সদস্য আলপিন হোসেন, গোলাম মস্তোফা, রফিকুল ইসলাম মহুরীসহ আরো অনেকেই।