খেলাধুলা

নিউজিল্যান্ডের কাছেও হারল বাংলাদেশ

  সবুজ আলো ডেস্ক ১৩ অক্টোবর ২০২৩ , ১০:৪০:১৭

সংগৃহীত ছবি

সংক্ষিপ্ত স্কোর :

 

নিউজিল্যান্ড ৪২.৫ ওভারে ২৪৮/২ (মিচেল ৮৯*, ফিলিপস ১৬*, উইলিয়ামসন ৭৮ রি/হা, কনওয়ে ৪৫, রাচিন ৯)

বাংলাদেশ ৫০ ওভারে ২৪৫/৯ (মাহমুদউল্লাহ ৪১*, ২*, মোস্তাফিজ ৪, তাসকিন ১৭, মুশফিকুর রহিম ৬৬, তাওহীদ হৃদয় ১৩, লিটন ০, তানজিদ হাসান ১৬, মেহেদী হাসান ৩০, নাজমুল হোসেন শান্ত ৭, সাকিব আল হাসান ৪০)

ফল : নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।

 

চলতি বিশ্বকাপে টানা দুই ম্যাচে হারল বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানদের ছয় উইকেটে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচেও বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারল।

বাংলাদেশের দেওয়া ২৪৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১২ রানে প্রথম উইকেট হারায় কিউইরা। এরপর কনওয়ে-উইলিযামসন জুটিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। কনওয়ে ৪০ রানে বিদায় হলেও ড্যারিল মিচেলের রান অপরাজিত ৮৯ রান ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ৭৮ রানে মাত্র ২ উইকেট হারিয়ে ৪৩ বল বাঁকি থাকেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

এরআগে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে শূন্য রানেই এক উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই ট্রেন্ট বোল্টের শিকার হয়ে ফিরে যান আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান লিটন দাস। শূন্য রানেই ভাঙে বাংলাদেশর ওপেনিং জুটি।

শেষ পর্যন্ত বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ২৪৫ রান তুলতে সক্ষম হয়।

বাংলাদেশ একাদশ 

তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ 

ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।