সবুজ আলো ডেস্ক 29 January 2023 , 3:36:12
পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪১ জন নিহত হয়েছে। নারী ও শিশুসহ আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেববার (২৯ জানুয়ারি) সকালে বেলুচিস্তানের লাসবেলা জেলায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। খবর দ্য ডন ও রয়টার্সের।
লাসবেলা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়, ৪৮ জন যাত্রীসহ বাসটি কোয়েটা থেকে করাচি যাচ্ছিলো। একটি ব্রিজ থেকে নামার পর লাসবেলাগামী রাস্তার একটি ইউটার্নে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারে ধাক্কা খেয়ে গভীর খাদে পড়ে যায়।
এসময় দুমড়ে-মুচড়ে যাওয়া বাসে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই বেশিরভাগ যাত্রী মারা যায়। হাসপাতালে নেয়ার পথে গুরুতর আহত এক জনের প্রাণহানি হয়।
লাসবেলার সহকারি জেলা প্রশাসক জানান, অনেকের লাশ শনাক্তের অবস্থায় না থাকায় ডিএনএ টেস্ট করা লাগতে পারে।
দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।