• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    পাবনায় পাটক্ষেত থেকে হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

      সবুজ আলো প্রতিবেদক 31 July 2023 , 5:51:23

    পাবনায় ইলিয়াস হোসেন (২৮) নামের এক তাঁত ব্যবসায়ীর দুই হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ সোমবার (৩১ জুলাই) সকাল ১১ টার দিকে পাবনা সদরের গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা গ্রামে রাস্তার পাশে পাটক্ষেত থেকে দুই হাত ও পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত ইলিয়াস পাবনার জালালপুর নতুনপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে। পেশায় তিনি তাঁত ব্যবসায়ী।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রোববার দুপুরে পাবনা শহরে ব্যবসায়ী কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর গভীর রাত হয়ে গেলেও বাড়িতে না আসায় আত্মীয় স্বজন ও পাড়া মহল্লায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় না।

    এরপর সকালে গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা মোড়ের পাটক্ষেতে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

    নিহতের বাবা আব্দুল মান্নান জানান, গতকাল রোববার দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। এরপর সকালে দুই হাত ও পা বিচ্ছিন্ন অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। আমার ছেলের সঙ্গে কারও কোনো বিরোধ থাকার কথা নয়।

    তারপরও অন্য কোনো কারণে আমার ছেলেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ছেলে হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

    পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুই হাত-পা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে হয়তো রাতের কোনো এক সময় তাকে হত্যা করে এখানে মরদেহ ফেলে রেখে গেছে। আমরা বিভিন্ন দিক খতিয়ে দেখছি। আশা করি দ্রুত শনাক্ত হয়ে যাবে।