খেলাধুলা

বিপিএলের দশম আসরের পর্দা উঠবে ১৯ জানুয়ারি

  সবুজ আলো ডেস্ক ১১ ডিসেম্বর ২০২৩ , ৮:২৭:৪৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা উঠবে আগামী ১৯ জানুয়ারি। ৭ জানুয়ারি পর্দায় ওঠার কথা থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রায় ১১ দিন পিছিয়েছে টুর্নামেন্টটি। প্রায় দেড় মাসব্যাপী চলা দেশের সবচেয়ে জনপ্রিয় এ আসরের ফাইনাল মাঠে গড়াবে ১ মার্চ।

আজ সোমবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএলের দশম আসর। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত হবে বিপিএলের দশম আসর। এর মধ্যে সিলেটে ১২টি ম্যাচ, চট্টগ্রামে ১২টি ম্যাচ এবং বাকি ২২ টি ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে। প্রত্যেক শুক্রবার দিনের ম্যাচ শুরু দুপুর ২টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই দিনের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

১৯ জানুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। ২৬ জানুয়ারি থেকে শুরু হবে সিলেট পর্ব। ৬ ফেব্রুয়ারি থেকে ঢাকায় দ্বিতীয় পর্বের খেলা শুরু। ১৩ ফেব্রুয়ারি থেকে বিপিএল উন্মাদনায় মাতবে চট্টগ্রাম। ২৩ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ দুই ম্যাচ দিয়ে ঢাকায় তৃতীয় ও শেষ ধাপের খেলা শুরু হবে।

এবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত দল দুর্দান্ত ঢাকা। একই দিন রাতের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ২৭ ফেব্রুয়ারির দ্বিতীয় কোয়ালিফায়ার ও ১ মার্চের ফাইনাল ছাড়া বাকি দিনগুলোতে ডাবল হেডার, অর্থাৎ প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এবার বিপিএলের সূচিতে পর্যাপ্ত বিশ্রামের সুযোগও আছে ক্রিকেটারদের জন্য।

গত আসরের মতো এবারও বিপিএলে মোট সাতটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা (আগের নাম ‘ঢাকাডমিনেটরস’), চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল।

বিপিএলের দশম আসর উপলক্ষে গত ২৪ সেপ্টেম্বর (রোববার) রাজধানীর একটি হোটেলে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে ইতোমধ্যে দল সাজিয়েছে।

২০২৪ বিপিএলের পূর্ণাঙ্গ সূচি

তারিখ ম্যাচ ভেন্যু সময়
১৯ জানুয়ারি কুমিল্লা-ঢাকা ঢাকা দুপুর ২টা।
১৯ জানুয়ারি সিলেট–চট্টগ্রাম ঢাকা সন্ধ্যা ৭টা।
২০ জানুয়ারি রংপুর-বরিশাল ঢাকা দুপুর ১টা ৩০।
২০ জানুয়ারি খুলনা-চট্টগ্রাম ঢাকা সন্ধ্যা ৬টা ৩০।
২২ জানুয়ারি চট্টগ্রাম-ঢাকা ঢাকা দুপুর ১টা ৩০।
২২ জানুয়ারি বরিশাল–খুলনা ঢাকা সন্ধ্যা ৬টা ৩০।
২৩ জানুয়ারি সিলেট-রংপুর ঢাকা দুপুর ১টা ৩০।
২৩ জানুয়ারি কুমিল্লা-বরিশাল ঢাকা সন্ধ্যা ৬টা ৩০।
২৬ জানুয়ারি রংপুর-খুলনা সিলেট দুপুর ২টা।
২৬ জানুয়ারি কুমিল্লা-সিলেট সিলেট সন্ধ্যা ৭টা।
২৭ জানুয়ারি বরিশাল-চট্টগ্রাম সিলেট দুপুর ১টা ৩০।
২৭ জানুয়ারি রংপুর-ঢাকা সিলেট সন্ধ্যা ৬টা ৩০।
২৯ জানুয়ারি সিলেট-চট্টগ্রাম সিলেট দুপুর ১টা ৩০।
২৯ জানুয়ারি খুলনা-ঢাকা সিলেট সন্ধ্যা ৬টা ৩০।
৩০ জানুয়ারি কুমিল্লা-রংপুর সিলেট দুপুর ১টা ৩০।
৩০ জানুয়ারি সিলেট-বরিশাল সিলেট সন্ধ্যা ৬টা ৩০।
২ ফেব্রুয়ারি সিলেট-ঢাকা সিলেট দুপুর ২টা।
২ ফেব্রুয়ারি কুমিল্লা-চট্টগ্রাম সিলেট সন্ধ্যা ৭টা।
৩ ফেব্রুয়ারি বরিশাল-খুলনা সিলেট দুপুর ১টা ৩০।
৩ ফেব্রুয়ারি সিলেট-রংপুর সিলেট সন্ধ্যা ৬টা ৩০।
৬ ফেব্রুয়ারি রংপুর-ঢাকা ঢাকা দুপুর ১টা ৩০।
৬ ফেব্রুয়ারি বরিশাল-চট্টগ্রাম ঢাকা সন্ধ্যা ৬টা ৩০।
৭ ফেব্রুয়ারি কুমিল্লা-খুলনা ঢাকা দুপুর ১টা ৩০।
৭ ফেব্রুয়ারি সিলেট-ঢাকা ঢাকা সন্ধ্যা ৬টা ৩০।
৯ ফেব্রুয়ারি সিলেট-খুলনা ঢাকা দুপুর ২টা।
৯ ফেব্রুয়ারি কুমিল্লা-ঢাকা ঢাকা সন্ধ্যা ৭টা।
১০ ফেব্রুয়ারি রংপুর-চট্টগ্রাম ঢাকা দুপুর ১টা ৩০।
১০ ফেব্রুয়ারি বরিশাল-ঢাকা ঢাকা সন্ধ্যা ৬টা ৩০।
১৩ ফেব্রুয়ারি কুমিল্লা-চট্টগ্রাম চট্টগ্রাম দুপুর ১টা ৩০।
১৩ ফেব্রুয়ারি রংপুর-খুলনা চট্টগ্রাম সন্ধ্যা ৬টা ৩০।
১৪ ফেব্রুয়ারি বরিশাল-ঢাকা চট্টগ্রাম দুপুর ১টা ৩০।
১৪ ফেব্রুয়ারি কুমিল্লা-খুলনা চট্টগ্রাম সন্ধ্যা ৬টা ৩০।
১৬ ফেব্রুয়ারি খুলনা-ঢাকা চট্টগ্রাম দুপুর ২টা।
১৬ ফেব্রুয়ারি রংপুর-চট্টগ্রাম চট্টগ্রাম সন্ধ্যা ৭টা।
১৭ ফেব্রুয়ারি সিলেট-বরিশাল চট্টগ্রাম দুপুর ১টা ৩০।
১৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম-ঢাকা চট্টগ্রাম সন্ধ্যা ৬টা ৩০।
১৯ ফেব্রুয়ারি কুমিল্লা-সিলেট চট্টগ্রাম দুপুর ১টা ৩০।
১৯ ফেব্রুয়ারি রংপুর-বরিশাল চট্টগ্রাম সন্ধ্যা ৬টা ৩০।
২০ ফেব্রুয়ারি খুলনা-চট্টগ্রাম চট্টগ্রাম দুপুর ১টা ৩০।
২০ ফেব্রুয়ারি কুমিল্লা-রংপুর চট্টগ্রাম সন্ধ্যা ৬টা ৩০।
২৩ ফেব্রুয়ারি কুমিল্লা-বরিশাল ঢাকা দুপুর ২টা।
২৩ ফেব্রুয়ারি সিলেট-খুলনা ঢাকা সন্ধ্যা ৭টা।

এলিমিনেটর ও কোয়ালিফায়ার

২৫ ফেব্রুয়ারি এলিমিনেটর (তৃতীয় দল বনাম চতুর্থ দল) ঢাকা দুপুর ১টা ৩০।
২৫ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ার (প্রথম দল বনাম দ্বিতীয় দল) ঢাকা সন্ধ্যা ৬টা ৩০।
২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার (এলিমিনেটরে জয়ী বনাম প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল) ঢাকা সন্ধ্যা ৬টা ৩০।

ফাইনাল

১ মার্চ প্রথম কোয়ালিফারে জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল ঢাকা সন্ধ্যা সাড়ে ৬টা।