• Uncategorized

    ভাঙ্গুড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে পাউবোর খাল দখলের অভিযোগ

      নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) : 22 July 2023 , 9:56:54

    পাউবোর খালি জমি বালু দিয়ে ভরাট করা হয়েছে।

    পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাল দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য স্বপন হোসেন ও তাঁর লোকজনের বিরুদ্ধে। এখন সেখানে তাঁরা অবৈধভাবে বালু ফেলে ভরাটের কাজ করছেন। স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

    জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের উপজেলার নৌবাড়ীয়া চৌরাস্তা মোড়ে ওয়াপদা বাঁধের প্রায় এক বিঘা খাল দখল করেছেন ইউপি সদস্য স্বপন ও তাঁর লোকজন। সপ্তাহ খানেক ধরে তাঁরা খালে বালু ভরাটের কাজ করছেন।এখন বালু ভরাটের কাজও প্রায় শেষের দিকে। এদিকে স্থানীয়রা ঘটনাটি সংশ্লিষ্ট কর্তপক্ষকে জানালেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি।

    ওই গ্রামের বাসিন্দা এসএম মাকসুদুল ইসলাম মাসুদ বলেন, দখলকারীরা পাউবোর যে জায়গায় বালু ফেলছেন,সেখানে তাঁদের লিজকৃত ১ শতাংশ জায়গা রয়েছে।সম্পূর্ণ অবৈধভাবে তাঁরা আমাদের জায়গাসহ পাউবোর খাল ভরাট করছেন।

    এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য স্বপন হোসেন বলেন,তাঁর নামে ওই জায়গার কাগজপত্র থাকায় তিনি বালু ফেলে খাল ভরাট করছেন। তবে পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী মো: আল-আমিন হোসাইন জানান, ওই খাল কাউকে লিজ দেওয়া হয়নি। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।