• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ভাঙ্গুড়ায় শিক্ষক-সাংবাদিক হেলাল খানের ইন্তেকাল

      অনলাইন ডেস্ক 28 December 2022 , 9:16:36

    পাবনার ফরিদপুরের ‘বেড়হাউলিয়া টেকনিক্যাল এন্ড বি এম কলেজ’ এর অধ্যক্ষ ও চকলক্ষীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ভাঙ্গুড়া প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি মোঃ আবুল হাসান সিদ্দিকী (হেলাল খান) গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে তার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)।

    বেশ কিছুদিন হলো তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

    ব্যক্তি জীবনে তিনি ১০ বছর বয়সী ১ ছেলে ও প্রায় দেড় বছর বয়সী মেয়ে সন্তানের জনক।

    মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪১ বছর।

    মরহুমের ১ম নামাজে জানাজা আজ বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন হাইস্কুল মাঠে ও ২য় নামাজে জানাজা দুপুর ২টায় মরহুমের গ্রামের বাড়ি কৈডাঙ্গা কবরস্থানে অনুষ্ঠিত হবে।