Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
মেয়ের মৃত্যুর খবরে মায়েরও মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
12 March 2024 , 5:22:11
প্রতীকী ছবি
মেয়ের মৃত্যুর খবর শুনে মারা গেছেন মাও। এমন ঘটনা ঘটেছে পাবনার আটঘরিয়ায়। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান মেয়ে আমেনা খাতুন (৩৫)। মেয়ের এই মৃত্যুর খবর শুনে তার মা ইসমত আরাও (৫৫) মারা যান।
গতকাল সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত আমেনা খাতুন পাটেশ্বর গ্রামের আলেম মোল্লার মেয়ে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়ে আমেনা খাতুন দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। গত কয়েকদিন আগে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মৃত্যু হয় আমেনার। ওই খবর শোনার পর তার মা ইসমত আরা স্ট্রোক করেন। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় তারও মৃত্যু হয়।
এ বিষয়ে দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহাঈম্মীন হোসাইন চঞ্চল বলেন, গতকাল একইদিনে মা-মেয়ের মৃত্যুর এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।