• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়নে সদস্য পদে উপ-নির্বাচনে লুৎফর বিজয়ী

      মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : 9 March 2024 , 9:53:30

    মো: লুৎফর রহমান

    পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডে সাধারণ আসনে সদস্য পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার (৯ মার্চ) মাজপাড়া সিনিয়র (আলিম) মাদ্রাসা কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

    নির্বাচনের ফলাফলে মো: লুৎফর রহমান টিউবওয়েল প্রতীকে ১১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রয়াত ইউপি সদস্য ওমেদ আলীর ছেলে মো: ফারুক হোসেন মোরগ প্রতীকে পেয়েছেন ১০৪৮ ভোট। অপর প্রার্থী মো: শফিকুল ইসলাম ফুটবল প্রতীকে পেয়েছেন ৫ ভোট।

    উক্ত ওয়ার্ডে মোট ভোটার ছিল ৩৬৯৩। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২২০৬ জন। ২২ ভোট বাতিল হয়েছে।

    গত নির্বাচনে বিজয়ী ওমেদ আলী কিছুদিন পূর্বে মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়।

    নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আটঘরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।