• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

      সবুজ আলো ডেস্ক 6 October 2023 , 7:55:40

    পাবনার চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

    দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর. কে. এম. আব্দুর রব মিঞা-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইসাহক আলী, অত্র বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীণ শিক্ষক মো. আবু বকর মিয়া, অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বাবু অলোক কুন্ডু, অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মো. শাহজাহান আলী, অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষিকা মিসেস মর্জিনা বেগম, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক কে. এম. বেলাল হোসেন, সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলাম, শিক্ষিকা আজীবননেছা, অস্টম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাসা পূর্ণতা।

    এসময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    শেষে বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এর আগে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।