• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    চাটমোহরে শুভসংঘের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

      সবুজ আলো অনলাইন 21 January 2023 , 6:44:09

    দেশের সুনামধন্য শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের আর্থিক সহযোগীতায় চাটমোহর উপজেলা শুভসংঘের আয়োজনে ২শ’ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় চাটমোহর সরকারি কলেজ মাঠে এ কার্যক্রম পরিচালিত হয়।

    চাটমোহর উপজেলা শুভসংঘের সভাপতি মেহেদী হাসান সুজনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, চাটমোহর পৌরসভার কাউন্সিলর মো. নাজিম উদ্দীন মিয়া, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুত, চাটমোহর প্রেসক্লাবের আহ্বায়ক রকিবুর রহমান টুকুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সাধারন সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক।

    এসময় কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, উপদেষ্টা শাহীন রহমান, ইকবাল কবির রনজু, জেমান আসাদ, উপজেলা শুভসংঘের সহ সভাপতি এমএ আলিম আব্দুল্লাহ, শুভসংঘ উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজিদ হোসাইন, কোষাধ্যক্ষ জুয়েল রানা, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান মুন্না, কার্যকারি সদস্য রুহুল আমিন, নাজমুল হোসাইন, অমিত সরকার শাওন, কালাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।