Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন
সবুজ আলো ডেস্ক
27 October 2023 , 1:48:23
লি কেকিয়াং । ছবি : সংগৃহীত
মারা গেছেন চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং। সাংহাইতে অবসর যাপনের সময় বৃহস্পতিবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে মধ্য রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর অবসরে যান কেকিয়াং। তার আগ পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টিতে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন কেকিয়াং। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভিতে প্রচারিত খবরে বলা হয়েছে, মধ্যরাতে সাংহাই শহরে মারা গেছেন কেকিয়াং।
বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, তিনি একমাত্র শীর্ষ কর্মকর্তা ছিলেন যিনি শি’র অনুগত ছিলেন না এবং কোনো ক্ষমতার ভিত্তি না থাকা সত্ত্বেও শীর্ষ দলীয় পদে ছিলেন।
২০১৩ সাল থেকে প্রায় ১০ বছর চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন লি কেকিয়াং। এ বছরের শুরুতে চীনের প্রধানমন্ত্রীর পদ থেকে অবসরে যান তিনি। সূত্র: আল জাজিরা, সিএনএন, বিবিসি, রয়টার্স