• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    মেসিকে হত্যার হুমকি!

      নিউজ ডেস্ক 4 March 2023 , 4:59:14

    আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন একটি সুপারমার্কেটে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। চলে যাওয়ার আগে এক টুকরো কাগজ ফেলে গেছে তারা, যেখানে তারকা ফুটবলার মেসিকে হুমকি দিয়ে বার্তা লেখা হয়েছে। বৃহস্পতিবার ভোরে রোসারিও শহরে এ ঘটনা ঘটেছে। মেসি ও রোকুজ্জো দুজনেই এই শহরে জন্মগ্রহণ করেছিলেন। ৩৫ বছর বয়সি মেসি শৈশবে খেলেছেন রোসারিওর ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে।খবর ইএসপিএনের।

    খবরর বলা হয়েছে, ইউনিকো নামের সুপারমার্কেটটির শাটার ও সামনের দরজায় এলোপাতাড়ি ১৪টি গুলি ছোড়া হয়েছে। মোটরসাইকেলে চড়ে আসা দুই দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে। সুপারমার্কেটটির ক্ষতি হলেও কেউ আহত বা নিহত হয়নি।

    স্থানীয় পুলিশ বিভাগ জানায়, বন্ধ থাকা সুপারমার্কেটে গুলি চালিয়ে চলে যাওয়ার আগে এক টুকরো কার্ড বোর্ড (এক ধরনের পুরু ও শক্ত কাগজ) ফেলে গেছে মোটরসাইকেল আরোহীরা। সেখানে আর্জেন্টিনার হয়ে গত বছর বিশ্বকাপ জেতা মেসিকে হুমকি দিয়ে লেখা হয়েছে— ‘মেসি, আমরা তোমার অপেক্ষায় আছি। (রোসারিওর মেয়র পাবলো) ইয়াভকিন একজন মাদক চোরাকারবারি। সে তোমাকে দেখে রাখতে পারবে না।’