Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
বিলে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু
মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) :
14 December 2023 , 8:33:28
পাবনার চাটমোহরের বোয়ালমারী বিলে মাছ ধরতে গিয়ে আবু বক্কার নামে (৫২) একজনের মৃত্যু হয়েছে। সে আটঘরিয়া উপজেলার শ্রীকান্তপুর গ্রামের মৃত সইমুদ্দিন প্রামানিকের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার (১৪ ডিসেম্বর) চাটমোহর উপজেলার বোয়াইলমারী বিলে।
বুধবার দিনগত (১৩ ডিসেম্বর) রাতে শ্রীকান্তপুর গ্রাম থেকে দলবদ্ধ হয়ে বোয়াইলমারী বিলে মাছধরতে যায় আবু বক্কার।
ঘটনার দিন দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবু বক্কার। এসময় সঙ্গীরা তাৎক্ষনিক তাকে বিল থেকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়।
এদিন বাদ এশা শ্রীকান্তপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।