• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    তাড়াশে গৃহবধুর আত্মহত্যা

      তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 9 March 2023 , 6:44:14

    সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জের ধরে কীটনাশকপানে রেজেনা খাতুন (৪২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন।

    বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার সগুনা ইউনিয়নের মাকড়শোন গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধু ওই গ্রামের মুকুল হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী।

    স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে গৃহবধু সকলের অগোচরে কীটনাশক (গ্যাস ট্যাবলেট) পান করেন। পরে অসুস্থ হলে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসার জন্য নেয়ার পথে রাস্তায় মারা যান।

    নিহত গৃহবধূর স্বামী পেশায় একজন ভ্যান চালক। তাদের দুটি সন্তানের মধ্যে বড় সন্তানকে (মেয়ে) কিছুদিন পুর্বে বিয়ে দিয়েছেন। আর ছোট ছেলে সন্তান রয়েছে বলেও জানান প্রতিবেশিরা।

    তাড়াশ থানার এসআই আব্দুস সালাম জানান, গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধু আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।