• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু আজ

      সবুজ আলো ডেস্ক 20 January 2023 , 9:49:53

    ছবি: সংগৃহীত

    শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার। শুরুর দুই দিন আগেই প্রায় পূর্ণ হয়ে উঠে ইজতেমা ময়দান। যা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।

    বিভিন্ন জেলার মুসল্লিরা তাদের নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিয়েছেন। ১৬০ একর খোলা ময়দানে বাঁশের খুঁটির ওপর পাটের চট দিয়ে টাঙানো হয়েছে বিশাল প্যান্ডেল। তবে বিদেশি মেহমানদের জন্য টিন দিয়ে করা হয়েছে আবাসস্থল।

    তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। গত ১৩ জানুয়ারি বাদ ফজর থেকে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করেন জানুয়ারির ১৩, ১৪ ও ১৫ তারিখ।

    আর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন আজ থেকে। ২য় পর্বের ইজতেমা শেষ হবে ২২ জানুয়ারি।