Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
সাঁথিয়ায় র্যাবের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ আটক- ১
সবুজ আলো ডেস্ক
27 April 2024 , 11:06:19
প্রতীকী ছবি
পাবনার সাঁথিয়া উপজেলার গয়েশবাড়ী বাজারে র্যাব অভিযান চালিয়ে আওয়াল সরদার (৩২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আওয়াল সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামের দায়েন সরদারের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক কারবারি।
শনিবার (২৭ এপ্রিল) বিকেল পৌনে ৪টায় তাকে আটক করা হয়।
র্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে যে, গয়েশবাড়ী বাজারে মাদক বিক্রির জন্য এক মাদক বিক্রেতা অপেক্ষা করছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাবের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে আওয়ালকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আওয়ালের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।