• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    চঞ্চল চৌধুরীর বাবা মারা গেছেন

      সবুজ আলো ডেস্ক 27 December 2022 , 11:37:29

    বাবা রাধা গোবিন্দ চৌধুরীর সঙ্গে চঞ্চল চৌধুরী। ছবি : সংগৃহীত

    জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী (৯০) মারা গেছেন।

    মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭.৫০ মিনিটে রাজধানীর গ্রীণ লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    অভিনেতা চঞ্চলের বাবার মৃত্যু খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী শাহানাজ খুশি। ফেসবুকের একটি পোস্টে অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন- অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা সন্ধ্যা ৭:৫০ মিনিটে ইহ জগতের মায়া ত্যাগ করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি।

    চঞ্চল চৌধুরীর বাবা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ২৩ ডিসেম্বর চঞ্চল চৌধুরী ফেসবুকে লিখেছিলেন- আমার বাবা আইসিইউ এর শীতল কক্ষে ১২ দিন ধরে অচেতন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

    জানা গেছে, চঞ্চলের নিজ গ্রাম পাবনার সুজানগর উপজেলার কামারহাটে বুধবার (২৮ ডিসেম্বর) তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।