• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    পাবনায় ট্রাকচালকের মরদেহ উদ্ধার, নারী আটক

      সবুজ আলো ডেস্ক 11 April 2024 , 8:31:27

    প্রতীকী ছবি

    পাবনার আতাইকুলা এলাকায় আব্দুর রউফ (৫০) নামে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে পিটিয়ে হত্যা করেছে। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোরে জোয়ারদহ গ্রামের একটি লিচু বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

    রউফ আতাইকুলা থানার মধুপুর গ্রামের মৃত মোসলেম প্রামানিকের ছেলে।

    পুলিশের ধারণা, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করেছে পুলিশ।

    নিহতের ছোট ভাই আইয়ুব আলী জানান, গতকাল বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যা থেকে তার ভাইকে পাওয়া যাচ্ছিল না। রাত ১০টার দিকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন সেটটিও বন্ধ পাওয়া যায়। আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পান জোয়ারদহ গ্রামের একটি লিচু বাগানে তাঁর ভাইয়ের মরদেহ পড়ে আছে।

    আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে। ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।