• Uncategorized

    আটঘরিয়ায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

      মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : 18 April 2024 , 10:08:11

    “প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা পরিষদ মাঠে আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠান উদ্বোধন করেন পাবনা-৪ (আটঘরিয়া – ঈশ্বরদী)  আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ।

    উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা প্রাণি সম্পদ অফিসার আকলিমা খাতুন।

    আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাদিউল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, উপ-পরিচালক জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ঈশ্বরদীর ডা. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, চাঁদভা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল প্রমুখ।

    উক্ত প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভিএফএ হাসানুর রহমান সবুজ।

    এ প্রদর্শনীতে ৪০টি ষ্টল সাজিয়ে বিভিন্ন জাতের গরু, ছাগল, কবুতরসহ পশু-পাখি প্রদর্শন করা হয়।